নীল কমলিনী ০১
জামাল উদ্দিন জীবন

নীল কমলিনী তুমি
একা পথে ছুটে চলা
ধীর যুগল চরণ ঘাটে
হস্তে ধরা নীল  পদ্য মালা।


অপেক্ষায় প্রিয় আসবে
গল্প গান কবিতা আড্ডায়
মেতে দুজন রজনী করি ভোর
প্রভাতে করি বিচরণ প্রিয়ার সাথে।


ললাট পানে চুম্বন চিহ্ন এঁকে দিবে
বুকের পিঞ্জরে  তাকে রাখি যত্ন করে
হৃদ মন্দিরে লেখা নাম ভুলা যাবে না
খোঁপায় গুঁজে কুসুম কলি পথ পানে।


চেয়ে থাকি কখন আসবে প্রাণের সখা
নীল শাড়ি নীল চুড়ি নীল টিপ কানে দুল
পরে হারিয়ে যাব তেপান্তরে হয়ে আকুল
আমার হিয়ার মাঝে ফুটেছে প্রেমের মুকুল।