নীড়
জামাল উদ্দিন জীবন


তোমার জীবনে সাথী করে রাখবে
সর্বদা তোমার অন্তর মাঝে ধরে
তোমার দিনমান সারা বেলা এখন
আমার অপেক্ষায় আজও কেটে যায়।


ভুবন মাঝে আর কিছু না তুমি চাও?
আমায় সাথী করে এক বার কাছে পাও
বেঁধেছ আমায় নিবিড় বন্ধনে ত্রিনেত্র
কি করে যাবে ফেলে বলো অন্যের সনে।


বট বৃক্ষের ছায়ায় মৃদু পবনের মায়ায়
শীতল হত মনটা তোমায় কাছে পেলে
নীল শাড়ি নীল চুড়ি অঙ্গে জড়িয়ে থাকে
তুমি আসবে নিবিড় ভাবে বসবে আমার পাশে


আমি পরেছি তোমার প্রিয় নীল পাঞ্জাবি
হস্তে ধরা নীল পদ্ম পুকুর হতে যত্নে তুলেছি
বলো দেখি কেমনে রবে দুরে করে একাকী?
ফিরবো নীড়ে দুজনে হারিয়ে আজ অজানায়।