অবুঝ পাখি উড়িয়া যায় কথা শুনে না
জামাল উদ্দিন জীবন


অবুঝ পাখি উড়িয়া যায় কথা শুনে না
এত ডাকি ময়না একবার ফিরে দেখে না ২য়
মায়ার বন্ধন ভালোবাসার মূল্য দিলি না
অবুঝ মনের বুঝাইলে প্রবাদ মনে না ২য়


কোনবা দোষে গেলো আমায় ফাঁকি দিয়া
পাখির শোকে রুগী সই জনমের লাগিয়া ২য়
জানতাম যদি নিষ্টুর পাখি যাবে গো ছাড়িয়া
তবে কি সই এ মন দিতাম পাখিরে সঁপিয়া ২য়


থাকিস পাখি মহা সুখে দুর নীল আকাশে
আমার কথা পড়লে মনে আসিস অবশেষে ২য়
কবি জীবন কাঁদলো ভবে সক লই হারাইয়া
মানব জনম বৃথা গেলো পাখিরে না চিনিয়া। ২য়
রচনাকাল : ০৪/০৫/২০২৩