অপেক্ষায় নয় প্রতীক্ষায়
জামাল উদ্দিন জীবন


আস মানের তারা গুলো আমায় বলছে ডেকে
শোন তুমি একটি কথা বড় ভালোবাসি তোমায়
তুমি আমার এই জীবনে অন্ধকার ঘরে আলো
তোমায় বড় ভালোবাসি শুধু একবার বলো।


চাই না ধন সম্পত্তি হীরা মানিক মুক্ত কাঞ্চন
আমায় তুমি করে নাও তোমার আপন জন
জোনাকিরা নিশি রাতে দিচ্ছে রাশি রাশি আলো
ঝিঝি পোকা সেও বলছে বাসতে তোমায় ভালো।


তুমি আমার আশা স্বপ্ন মন মাঝে দুই নয়নের আলো
তোমার হৃদয়ে যত্নে রেখো সাথী আমায় বেসে ভালো
বকুল মুক্তা শিউলি গজ মতি আরো দিলাম রজনী গন্ধা
তোমার হৃদয়ের লিপি কায় লিখবো নাম নাছোড় বান্দা।


সাত রাজার ধন জীবনে তুমি অন্ধের কাছে আলোর দৃষ্টি
তোমায় নিয়ে করবো আমি জগতের মাঝে নব নব সৃষ্টি
কেমন করে থাকব তুমি পাশে না থাকলে সকল কাজে
এমনি করে ভালো বাসবে বলো সকাল সন্ধ্যা দিবা রাত্রি।


আর কত কাল অপেক্ষা নয় প্রতীক্ষায় রাখবে তুমি বলো আমায়
ভালো বাসার সোনালী দিন গুলো অবহেলয় অকালে ঝরে যায়
হারিয়ে গেলে জীবন হতে খুঁজে নিয়ো দিয়ে হরিণ কালো দৃষ্টি
দেখবে তোমার হিয়ার মাঝে করি বসবাস হয়ে অঝর ধারায় বৃষ্টি।