পরিচয়
জামাল উদ্দিন জীবন


কি দিব আজ নিজের পরিচয় ত্রিভুবনে
নামি দামী নয়তো আমি সকলেই জানে
বুক ভরা ব্যথা আর দু,নয়ন ভরা জল
তাকে সঙ্গের সাথী করে পথ চললাম।


বাঁকা চোখে সবাই দেখে ফিরে ফিরে
আমায় নিয়ো চিনে হাজার লোকের ভীরে
দেশের কথা দশের কথা বলি সবার তরে
সমাজ টাকে চাই দিতে ভালো কিছু ওরে।


আমার দেশের তাঁতী কৃষক মজুর কুলি
তারও মানুষ আমি না হয় তাদের কথা বলি
দু চারটে লাইন লিখবার জন্য কলম ধরি হাতে
কত কথা শুনায় মানুষ অবহেলা করে তাতে।


কবি আমি নাই বা হলাম তোমাদের তরে
স্বাধীনতা দাও ওগো আমার কেন নেওতা কেড়ে?
সত্য বলি সৎ পথে চলি আজ লিখি কিছু কথা
তা দেখে ভাই কেন লাগে তোমার গায়ে ব্যথা।


নিন্দুকেরা আমায় দেখে কতো শত কথা এখন কয়
কবি আমি পরিচয় দিতে আজ নেইতো কোন ভয়
জ্ঞানী গুনি প্রজ্ঞার আলো আছে আমার ধারে
মূর্খরা আজ বলে কবি কিছু ধার দেও না মোরে।