পরবাসে থাকি
জামাল উদ্দিন জীবন


তোমার চর্ম চক্ষুতে হয় না অবলোকন
এখন আর সেই চির চেনা মুখ খানি
যে ছিল তোমার আপন প্রিয় জন জীবনে
যতনে রেখেছিলে হৃদয়ের গহীন কোণে।


আজ হয় না দেখা জগতের কোনখানে
ফাগুন দোলার আগুন তিলে তিলে জ্বলে
হিয়ার মাঝে ব্যথার ঢেউ বয়ে বয়ে চলে
গায়ে মাখি না পরম সুখের সে পরশ খানি ।


কতো দিন গত হলো একসাথে পথে হাঁটি না
গাঁয়ের মেঠো পথে হারিয়ে গেছি কতোটা দূর
নিঝুম বনে সন্ধ্যা বেলা হতো দেখা নির্জনে
সকলের মতো আমিও হারিয়ে যাব একদিন।


শোধ করে দিয়ে তোমার প্রেমের সকল ঋণ  
আজ বড় অবেলায় নদীর ঘাটে বসা সেঁজতি
একা একা আনমনে তুমি ভাবছো কার কথা
হিজল তলার মেলায় হয়েছিল পরিচয় দুজনে।