পরবাসে থাকি ০২
জামাল উদ্দিন জীবন


তোমার কি মনে পড়ে সে মধু ক্ষণের কথা?
চোখে চোখ হাতে হাত রেখে তাকিয়ে থাকা
বিশ্বাসের প্রতিচ্ছবি খুঁজে ফেরা অজান্তে
আজ তাকে ফেলে রয়েছো সুখের কোন প্রান্তে।


হৃদয়ের দ্বার প্রান্ত আগমন ছিল বন্ধ করে দিয়ে
বুকে জমানো  দীর্ঘশ্বাসে সকল জ্বলে পুড়ে মরে
সকল বন্ধন ছিন্ন করে তুমি চলে গেছো দূরে
সকল ভুলে বহু দূরে নতুন পৃথিবীর মানুষ হয়ে ।


তোমার সুখের রাজ্যের কখনও দুঃখের ঝড় হয়ে
ধরাতে আসবো না তোমার সুখের প্রদীপ নিভাতে
আপন হাতে যন্ত্রণার নীল বিষে রাঙিয়ে দিতে
আমি ভালোবেসে আপন হতে চেয়েছিলাম।


তুমি কাছে রাখলে না পর করে দিলে আমায়
বহু দূর দেশে থাকি তোমার সীমানা ছাড়িয়ে
পরবাসে করি বসবাস জগতে আপন কেহ নাইরে?
আমার কথা আর যেন হয় না মনে তোমার জীবনে।