পোষা পাখি ০২
জামাল উদ্দিন জীবন


নিদারুণ যন্ত্রণা বুকে একা বয়ে বেড়াই
আঁখি পানে জলের ধারা গড়িয়ে যায়
কর্ণ কুহুরে আজো শুনি তার বাণী
একাই হেরেছি জগতে তুমি হারনি।


পাখির কলতান ফুলের সৌরভ
মন ভুলানো গানে হৃদয় নাচেনি
আমার আপন জন হলে অন্যের ঘরোনি
অন্তর মাঝে ফেলে আসা স্মৃতি দাগ কাটেনি।


নিশিতে ব্যাকুল শুনে গান রাঙ্গিয়ে মন প্রাণ
হিজল শিউলি ফুলের সম্ভারে সাজানো বাগান
পুষ্প মালা হাতে বসে অপেক্ষায় জোছনা রাতে
আজ পূর্ণিমা চাঁদ সুন্দর কিরণ করছে দান।


প্রতীক্ষার প্রহর হয়নি অবসান একলা বসা ঘাটে?
আমার ছবি আমাকে শুধায় কি পেলে জেগে ধরাতে?
আদর যত্নে রেখেছি যাকে ভালো বেসে অন্তর মাঝে
পোষা পাখি দিলো ফাঁকি নতুন কোন বসতির সাঁঝে।