পথিক............
জামাল উদ্দিন জীবন


পথিক একটু দাঁড়াও কেন?
আমাকে একটু সময় দাও?
কি প্রয়োজন সময়ের কাছে?
হা বল তুমি কি বলতে চাও?
তুমি কি সত্যি চলে যাচ্ছ হা যাচ্ছি।
আমাকে সাথে নিবে না, কেন ?
তার কোন প্রয়োজন নেই।
তুমি এতটা কঠিন হলে কেন?
আমি চলে যাচ্ছি
আর কিছু নিতে চাই না।
আমাকে সব দিয়ে শূন্য হাতে
কোথায় ফিরে যেতে চাও।
হা তাই যা তোমার প্রয়োজন ছিল
তাতো পেয়ো গেছ আর কি চাও?
তোমাকে না, না এটা ভুল চাওয়া তোমার।
অবহেলা,অবজ্ঞা,অপমান,লাঞ্ছনা সবই তো দিলে
আরো কিছু দেবার বাকি আছে?
এগুলো দেবার জন্য তো অনেকটা সময় তুমি পেয়েছ।
নিয়েছ আর একটু সময় আমাকে দাও?
আমি তোমাকে যাচাই বাছাই করে নিতে যেয়ে
হয়তো একটু বেশি সময় নিলাম হয়তো তাই  
আমার কাছে যে আর অবশিষ্ট সময় নাই
সবই তোমাকে দিয়েছি, এখন আমি রিক্ত শূন্য।
কিছুই নেই তোমাকে দেবার
আমার যে তোমাকে? বড় বেশি প্রয়োজন,
আমার জন্য যে অন্য জনা অপেক্ষা রত।
দেখ না কতো সুন্দর করে সাজিয়েছে বিছানা,
নেবার জন্য দাঁড়িয়ে আছে কিছু আপন জনা।
তাদেরকে ফিরা বার মত অবসর আমার কাছে নেই।
আমি চেয়েছিলাম পাইনি তারা আমাকে  
আদর যত্ন করে নিতে এসেছে
তাদের ডাকেই সারা দিলাম।
হা তুমি ভালো থেকো সুখে থেকো তোমার মত করে ।
পথিক তো সর্বত্র অচেনা ছিল
তাকে না হয় সেটাই থাকতে দাও এখন?
কারণ বেশি চিনে ফেল্লে সমস্যা বেড়ে যাবে
অচেনা থাকা ই শ্রেয় নয় কি?
পথিক ও পথিক কোথায় তুমি আমার?
প্রশ্নের আর কোন উত্তর যে দিলে না।
পথিক কোথায় তুমি কথা বল পথিক
ও পথিক একটি বার সুযোগ দাও?
দাও দাও না আমায় -
একি এত লোকের ভীড় কেন?
এখানে পরিবেশটা কেমন শান্ত হয়ে আছে
কেউ কোন কথা বলছে না কেন?
কি হয়েছে বলুন তো জানি না ?
কে যেন এক জন পড়ে আছে।
কেউ তাকে চিনতে পারছে না দেখি দেখি কে?
এতো পথিক, পথিক তুমি এতোটাই অভিমানী।
শেষ বারের মত ক্ষমা চাওয়ার সুযোগ টুক দিলে না।
আমি না হয় তোমাকে চিনতে ভুল করে ছিলাম
তুমি এত বড় শাস্তি আমাকে দিলে
পথিক আমি এখন যে তোমাকেই চাই।