প্রেমের বন্ধন
জামাল উদ্দিন জীবন


সাগর মাঝে দেখি ঢেউ উঠেছে অন্তরে ব্যথার বন্যা
তুমি কি শুনতে পাও নিভৃতে আমার নীরব কান্না ?
ভালোবেসে বুকে ধরে রেখো যেয়ো না কভু দুরে সরে
আমার অন্তর ডেকে ডেকে কয় তোমার কথা বন্ধুরে।


তোমার জন্য যতনে গড়া আছে মোর প্রেমের সিন্ধু
সখা নদীতে বান ডেকেছে হিয়ার মাঝে ঝড় উঠেছে
তোমাকে হারাবার ভয় জাগে মনে অজানা সংশয়
তুমি শুধু আমার সাথী হও জীবনে প্রিয়জন ভুবনে।


তুমি ছাড়া আমার ধরণীর বুকে আপন কেহ নাই
তোমাকে আমার সর্বস্ব দিয়ে শুধু কাছে পেতে চাই
অনলে পুড়ে সোনা খাটি হয় সর্ব লোকে কয় শুনি
আমাকে না হয় যত্নে পোড়ালে তোমার প্রেম অনলে।


পুড়ে পুড়ে অঙ্গার হবো তোমার জন্য আমি ধরায়
প্রাণের সাথে প্রাণটা বাঁধা ছেড়ে যাবে কি করে হায়?
আমায় ভোলার বৃথা চেষ্টা করছো বসে তুমি একা
আঁখি মেলে তাকাতেই বন্ধু পাবে তুমি আমার দেখা।


প্রেমের বন্ধনে নিবিড় আলিঙ্গনে বাহুডোরে রাখা
স্বপ্নময় জগতে দুজন দুজনার বন্ধনে আছি ঢাকা  
জন্ম জন্মান্তরের বাঁধনে বেধেছি তোমারে সঙ্গী করে
স্বর্গ হতে প্রেম এসে দাঁড়ায় আজ বুঝি মোদের অঙ্গনে।