প্রিয়জন ০২
জামাল উদ্দিন জীবন


কেন জানি তোমায় আপন করে নিলাম ?
তোমায় অনেক বেশি বিশ্বাস করে ফেলেছি
জীবনের না বলা কিছু কথা তোমায় বলেছি
দুচোখে স্বপ্ন একে দিয়ে কেন চলে যাবে তুমি।


আমায় আপন করে দূরে যেতে চাও?
আমায় ভুলে সুখে থাকতে চাও একা
কি এমন কারণ না বলে হারাবে তুমি?
তেমনি তারা ভরা রাতে আমি সঙ্গী হারা।


আমি তোমায় বলতে পারিনি না বলা কথা
বোঝাতে পারিনি আমার মনের বেদনা যন্ত্রনা
ব্যথা সয়ে ছল ছল প্রবাহ মান চোখের জল
আমাকে রেখে তোমার চলে যাওয়া দেখলাম।


অনেকবার চেষ্টা করেছি চলে যাবার কারণ জানতে
তুমি তার কোন প্রশ্নের উত্তর দাওনি নিরব থেকেছ
আমি কি তবে ভেবে নিব আমায় তুমি ভালোবাসো নি
তোমার হৃদয় ও মনে অন্য কার আসন করে বসবাস ।


তোমার আপন জনের জন্য দীর্ঘ সময় নিয়ে
এখনও অপেক্ষা আর প্রতীক্ষার প্রহর গুনছ
যার জন্য তোমার এতো টা অপেক্ষার
পালা সেতো আপন ভাবেনি কোন দিন।


প্রিয় মানুষকে ছেড়ে কি থাকা যায় বল?
ভালোবাসা বিহীন সাজানো জায় না ভুবন
প্রিয়জন পাশে না থাকলে ঘর বাধা যায় না
তুমি মোর ভালোবাসা আর আপন জন।


আমার বিশ্বাসের সীমানায় তুমি বিরাজমান
তোমাকে ছাড়া বেঁচে থাকা অর্থহীন আমার
অন্য কাউকে তোমার মত আপন করতে পারিনি
তোমার নামটি সজতনে লিখেছি হৃদয় মন্দিরে।


দিবা নিশি সর্বক্ষণ অন্তর আত্মায় তোমায় খোঁজে
যাতনার অনলে পুড়ে ছাই হয়েছে দেখি অবুঝ মন  
মরণ ছাড়া তোমায় আমায় কেউ কোন দিন আলাদা
করতে পারবে না মোর প্রিয়জন জান এই করেছি পণ।