রাত জাগা পাখি  ০১
জামাল উদ্দিন জীবন


অজানায় তরী ভাসিয়ে তুমি
কূলের দিশা জানতে চাও ?
যে মানুষ কখনও তোমার ছিল না
কেন তাকে আপন করে পেতে চাও?


মহা সমুদ্রের মাঝে ডিঙ্গি নৌকা ভাসিয়ে
আজ তার কিনারা খুঁজে বেড়াও
রাত জাগা পাখি তুমি বড় স্বার্থপর
তোমার নিজের সুখ খুঁজে বেড়াও।


রাত জাগা পাখিরা নিশাচর হয়
নিশি জেগে জেগে স্বপ্ন দেখে
তাদের দুটি আঁখিতে কখনও ঘুম থাকে না
রাত জাগা পাখি তুমি অনেক কিছুই জানো না।


রাত জাগা পাখিদের কখনও ঘর হয় না
নীড় হীন পাখি বলে সারা জীবন
গুড়ে বেড়াতে হয় একা একা
দুচোখে স্বপ্ন থাকে স্বপ্ন দেখার অধিকার থাকে না।


তুমি আপন ভাবতে পার বিশ্বাস করতে পার
তোমার বিশ্বাসের মর্যাদা  জগতে কভু পাবে না
আপন ভাব কেন আমায় আমি আপন হব না?
রাত জাগা পাখিদের আগমন ঘটে নীরবে।


আবার চারিদিক শান্ত করে তাদের বিদায় নিতে হয়
তোমাদের ভালোবাসা থাকতে নেই
আছে অবহেলা অবজ্ঞা অপমান জমা
পদ দুলিত হয়েও স্বপ্ন লালন কর বুকের মাঝে।
রচনা কাল : ১৩.০৭.২০১৬ জীবন।