রাত জাগা পাখি ০২
জামাল উদ্দিন জীবন


ঘর বাধার সংসার গড়ার স্বপ্ন তুমি দেখ কি করে ?
তোমরা পৃথিবীর সকল সুখ হতে বঞ্চিত
তুমি কি করে আশা কর আমাকে পাবার ?
স্বপ্ন চারিনী স্বপ্ন বিলাসী আমি তুমি কি জান তা।


আবার চারিদিক শান্ত করে তাদের বিদায় নিতে হয়
রাতের আধারের সাথে তোমার বসবাস
দিনের বা চাঁদের আলয় নয়
চলার পথে তোমাকে প্রয়োজন হয়।


খনিক স্বল্প সময়ের জন্য চিরস্থায়ী নয়
কখনও কারো সুখের সাথী তুমি হবে না
দুঃখ কষ্ট হৃদয় ভাঙ্গার ব্যথায় সাথী হও
জেনে রেখো কার কখনও আপন হবে না।


রাত জাগা পাখিদের সে অধিকার থাকে না
হঠাৎ ঝড়ে যখন তোমার ঘর ভেঙ্গে যাবে
তিমির আধারে নীড় খুঁজে নিও স্বপ্ন চারি হয়ে
আলোর পথে এসো না এসো না নীড় গড়তে।


রাত জাগা পাখি তুমি বড় বেশি জ্বালাতন কর
কেন বুঝতে চাও না তুমি আমার আপন ছিলো না?
তোমাকে আপন ভেবে বিশ্বাস করে নিতে পারবো না
ওহে স্বপ্ন বিলাসী ভুল পথের যাত্রী তুমি কি জান?


তোমার চিন্তা ধারার সাথে রাত জাগা পাখির
অনেক বেশি ব্যবধান ধরায় বিদ্যমান তুমি বুঝ
রাত জাগা পাখিরা স্বপ্ন বিলাসী নয় স্বপ্ন প্রত্যাশী
হীরা ফেলে কাঁচ আপন করলে ক্ষতি কি অন্যের নয়।