রাত জাগা পাখি ০৩
জামাল উদ্দিন জীবন


ঝরা নির্জনতা অতীত জীবনের দুঃখ কষ্ট ব্যথা
হৃদয় ভাঙ্গার দীর্ঘশ্বাস জানা-অজানা সব ভুল
দু পায়ে সব মাড়িয়ে নতুন করে হলো যাত্রা শুরু
নব যুগের আহবানে সারা জাগায় আজ দেহ মন।


জীবনে কোন ভুল পথে কখনও হবে না বিচরণ
অধিবাসী নই আজ আমি অভিযাত্রী ধরণীতে
পৃথিবী নামক গ্রহ হতে মিলবে এত দিনে ছুটি
নতুন করে যাত্রা শুরু আমার স্বপ্নের ভুবনে।


এখানে কোন ভুল প্রিয় জন আপন জনের কোন
স্থান হবে না ভুল করে ক্ষণিকের জন্য প্রতিজ্ঞা বদ্ধ
এ পৃথিবীর নিয়ম কানুন বড়ই কঠিন ভাংগা যায় না
ইচ্ছে করলে এখানে আসা যায় কিন্তু যাওয়া যায় না।


এবার আমার শ্রেষ্ঠ সম্পদ নিয়ে বসুধা নামক গ্রহ হতে
স্বপ্নের পথে যাত্রা শুরু ক্ষণস্থায়ী নয় চিরস্থায়ী ভাবে
আলো আঁধারের খেলায় তুমি মেতে রও তোমার মতন
রাত জাগা পাখি আপন আলয়ে করতে বিচরণ করেছে।


গমন হারাবার ভয় নেই পাবার আকাঙ্ক্ষা নেই প্রত্যাশা
মিথ্যে মোহ মায়ায় শুনি হৃদয় ভাংগার অন্তরের কান্না
বুকের মাঝে সর্বদা ব্যথার বন্যা আঁখিতে অবলোকন হয় না
প্রেম নদীতে ঢেউ উঠেছে প্রমত্ত ঢেউ ডুব না কভু এবার।


ভাসবো,শক্ত হাতে ধরেছি হাল চলছে স্রোতের টানে নৌকা
গন্তব্য চিরস্থায়ী নেই কোন ভয় নেই সংশয় জীবনে আমার
আমার সঙ্গের সাথী যারা সবাই আপন কভু ছেড়ে যেতে চায় না
স্বপ্ন বিলাসী নয় রাত জাগা পাখি সুখের ঠিকানায় করে বসবাস।