রাত জাগা পাখি ০৪
জামাল উদ্দিন জীবন


তিমির আঁধারে বিচরণ করে না
এবার আলোর পথের যাত্রী
স্বপ্ন ভাঙ্গার প্রহর আর গুনে না
আপন মনে স্বপ্ন পূরণ করে।


স্বপ্ন দেখে দেখে নিশি ভোর করে না
পৃথিবীতে স্বপ্নের বাস্তবায়ন করে
স্বপ্ন বিলাসী তুমি শোন জ্বালাতন না থাকলে কি হয়?
জ্বালাতন আছে বলেই তো বুঝবে আসল না নকল।


নয়তো বুঝবে না সে তোমার আপন না পর
স্বপ্ন পূরণ করবে না হৃদয় ভেঙ্গে দিবে
রাত জাগা পাখি তোমার সাথী হবে না  
সারাটি জীবন দু আঁখির অশ্রু ঝরাবে।


রাত জাগা পাখি নতুন সূর্যের নব আনন্দে
নতুন চেতনায় দিগন্তের পথে চলমান যাত্রী
আজ মনের হরষে প্রেমেরই আবেগে
অভিযাত্রী হয়ে যাত্রা শুরু করেছে।


জীবনে তুমি কি সে পথের সাথী হবে?  
নাকি তোমার ভুল পথে পড়ে থাকবে?
সর্ব জয়ের সংগ্রামের পথে নতুন চেতনায়
আমার যাত্রা সফলতার মুকুট আমার চাই।


অতীত জীবনের দুঃখ ব্যথা কষ্ট বেদনা কান্না
পিছনে ফিরে তাকাবার বিন্দু মাত্র সময় নাই
আমার নতুন পৃথিবী আমার জন্য অপেক্ষা রত
তুমি থাকো মহা সুখে অন্তরে না হয় যেন ক্ষত।