সবার মত সুখের ঘরে আছি কিলো আমি
জামাল উদ্দিন জীবন


সবার মত সুখের ঘরে আছি কিলো আমি
কেউ জানে না সে কথা জানে অন্তর জামি ২য়
হৃদয় মাঝে বিরহ অনল কেহ তো বুঝে না
এই সোনার অঙ্গ ছাই করিলাম জ্বালা সহে না ২য়


দিন কেটে যায় দারুণ কষ্টে বান্ধব নিশি কাটে না
ভালোবেসে দুঃখই পেলাম আমার সুখ হইলো না ২য়
যার লাগিয়া পাগল পরাণ তারে আঁখিতে দেখি না
অবুঝ মনকে বুঝাই কত মন মোর প্রবোধ মানে না ২য়


বিরহ অনলে পুড়ে কয়লা আমার বাঁচার আসা নাই
ও শোধ করিব বন্ধুর প্রেমের ঋণ মরলে শান্তি পাই ২য়
বলিস সখী জগৎ বাসি কবি জীবন ভবেতে আর নাই
শেষের ঘুমটা সুখে ঘুমায় সুখ পাখিরে জানিয়ে বিদায় ২য়
রচনাকাল : ০৮/০৮/২০২৩