স্মরণ শিখায় ০১
জামাল উদ্দিন জীবন


বসন্ত বাতাসে গানের সুর ভেসে আসে
মনের মন্দিরে বাজে তব নামের বাঁশি
কেনো রাশি রাশি সুখ হৃদয় মনে উছলায়
প্রিয়া রে যত্নে তোমাকেই বড় ভালোবাসি ।


হিয়ার মাঝে ছবি আঁকা প্রাণে প্রাণ খানি বাঁধা
গগনে উঠেছে পূর্ণিমা চাঁদ  জলে পড়ে ছায়া
কি যাদু তোমার প্রেমে ভুলতে গেলে বাড়ে মায়া
মোর পাশে সর্বদা বিরাজমান তোমার অদৃশ্য ছায়া।


একা কতো ভাবে কতো নামে তোমায় ডাকি সারাক্ষণ
শুনতে পাও আমার নীরব কথা বোবা ভাষার আহাজারি
ভালোবাসার নীবির বন্ধনে বেঁধেছ না পারি ছেড়ে যেতে
অবলা  লোক নন্দা পুষ্প চন্দন রেখেছি অঙ্গে জড়িয়ে।


হিয়ার মাঝে তোমার বসবাস মনে করে আছ আসন
আপন জন ভেঙ্গে দিয়ো না কভু স্বপ্নে গড়া সুখের ভুবন
আমায় পর করে দিয়ো নাকো জীবন হতে অজানা দুরে
স্মরণ শিখায় নামটি ধরে ডেকো বন্ধুর আসবো ফিরে।