সাথী
জামাল উদ্দিন জীবন


হিমেল হিমেল স্নিগ্ধ হাওয়ায়
ঘুম ভেঙ্গে যায় ভোরের বেলায়
স্বপ্ন ঘেরা আঁখি যুগল খোঁজে
দেখবে মুখটি প্রিয়া না বুঝে।


প্রাণের মাঝে বাজে বাঁশি নব আনন্দে
অভিমানে থাকে দূরে খুঁজে সুরে সুরে
মনটা পাগল পারা তোমার জন্য
আমায় সাথী করে করো না ধন্য।


সজীবতা ফিরে পায় সত্তায় আত্মায় অন্তরে
সাথী রেখো তুমি যত্ন করে বুকের মাঝে ধরে
ছোট পাখি কুহু কুহু তানে মিষ্টি সুরে ডাকে
হিয়ার মাঝে স্বপ্নগুলো রঙ্গিন ছবি আঁকে !


সারা দিনমান গোধূলী সন্ধ্যায় চাই তোমাকে
করো না পর জগত মাঝে করি এ মিনতি
তুমি আমার জীবন মরণ আঁধার ঘরের বাতি
নিঝুম রাতে থাকবে তুমি হয়ে সঙ্গের সাথী।