সময়ের শিক্ষা ০১
জামাল উদ্দিন জীবন
সময় বলে দেয় আজ আর আমার প্রয়োজন নেই
তোমার কাছে নতুন অনেক আয়োজন রয়েছে তাতে
তাই আমার প্রয়োজন ফুরিয়ে গেছে তোমার কাছে
মিলন তিথিতে নাকি তুমি মালা হাতে বসে ছিলে ঘাটে।


কার অপেক্ষায় নাকি প্রতীক্ষায় সেটা জানি না
আমার আসার কথা ছিলো না কিসের আয়োজন
স্নিগ্ধ ভোরে শিশির ভেজা ঘাসের সজিবতায় মুগ্ধতা
তোমায় রেখেছিলাম মনে নিজেকে সজিব করতে।


তুমি যে আমায় বিবর্ণ নির্জীব করে দিবি বুঝিনি
সময়ের সাথে বদলে গেছ তুমি আমি আছি তাই
তোমায় আপন ভেবেছিলাম তুমি আমায় করলে পর
জগত ময় মানুষ নামের মানুষগুলো বড় স্বার্থপর হয়।


আর কত অপেক্ষায় অধীর উন্মুখ অবনত হবো
মনটা শুধু জ্বালাতন করে বারে বার তোমার জন্য
জীবনটা ছিল একটা ফুল আজ কাঁটায় ভরে গেছে
সেখানে অবিরাম রক্ত ঝরছে হয়ে গেছে ক্ষত।


আর কত অপমানের ঘূর্ণাবর্ত জগৎ ময় গুড়ে বেড়াব
তোমার জন্য আমি আর কত সোনালী ভোর হারাবো  
পুরাতন প্রেম হারিয়ে যায় নতুন প্রেম জলে পলে পলে
প্রেমানলে পুড়ে ছাই হয়েছে অন্তর মন কিছু নাই পোড়ার।