সময়ের শিক্ষা ০২
জামাল উদ্দিন জীবন


যখন তখন হয় না অশ্রু শর বরন আঁখি হতে
ছায়ার মতন কাছা কাছি থাকি দেখতে পাও না
মনে রেখো তোমার আঁখি পানে ফিরে তাকাও
মনের মনি কোঠায় রয়েছি আশায় হৃদয় প্রান্তে।


বদলে যায় অনেক প্রিয় জন কারণে অকারণে
সময়ের সাথে স্বার্থের টানে করে নেয় আপনজন
প্রিয় আমিও বদলে গেছি এখন সময়ের কারণ
নয় ফিরে আসা তোমার সনে শুধুই অকারণ।


আমি ভালো আছি ভালো থেকো নিজের মতন
উদাস দুপর গোধূলী সন্ধ্যায় তোমার জন্য নেই
একি সময়ের স্রোত ধারায় এসেছে নতুন ফুল
পুরান সাথী নেই আত্ম চিৎকার হয় না মন গগনে।


সৌরভে ভরে না বাগান ফুল ফোটে বসে না অলি
সময় ডেকে বলছে অন্যের দুঃখ দেখে হেসো না
আগামী পথটা সময়ের সাথে মিলিয়ে চলতে হয়
জগৎ মাঝে তোমার আপন তুমি ছাড়া অন্যে নয়।


যাদের আপন ভেবে চলেছে সারাটি জীবন ভর
স্বার্থের টানে তারাই তোমায় করবে এক দিন পর
পুস্তক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষায় শিক্ষিত হয়েছে বটে
সময়ের শিক্ষা অর্থ বিহীন বিশ্ব বিদ্যালয়ে আপন হাতে।