সভ্যতা
জামাল উদ্দিন জীবন


কারো সভ্যতা চোখে মুখে,
কারো সভ্যতা লুক্কায়িত বুকে
কারো সভ্যতা শুধু কৃত্রিমতা,
কারো সভ্যতা জুড়ে আদিমতা।


সভ্যতার নামে পরিবর্তন হচ্ছে সমাজ
চলছে হরি লুট ধ্বংসের খেলা ধরায়
বিবর্তনের নামে আধুনিকতার জোয়ারে
কালের স্রোতে পাল তুলে ভেসে যায়।


নিজস্ব শিক্ষা সংস্কৃতি সৃষ্টি কৃষ্টি ভুলে
কোথায় হারিয়ে যাচ্ছে মৃত্তিকার বন্ধন
ভিন্ন দেশের ধার করা অপসংস্কৃতি কি?
মিটায় আসা সাধ গন্ধ নেই পুড়ে ছাই।


দ্বারা সুতোর পারিবারিক বন্ধন অর্থ হীন
যোজন যোজন ব্যবধান সম্পর্কের মাঝে
এখানে অর্থ বৃত্ত স্বার্থের খেলায় নিত্য মত্ত
জগতের নিয়ম কানুনের তোয়াক্কা করে না।


এখন নিজের স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্য চলছে খেলা
দিবা রাতি যুদ্ধ বিগ্রহ হানা হানি ধ্বংস যোগ্যের
খেলা চলে,রক্তের সম্পর্ক স্বজন দের বন্ধন ছিন্ন
গুম হত্যা অন্যায় অবিচার উপরে উঠার শিরি হয়।


হায়রে সভ্যতা কি বিবর্ণ রূপ
তুমি জগত মাঝে দেখালে
নির্যাতন নিপীড়ন অন্যায়
অত্যাচার নিত্য দিনের সাথী


দুর্বলের পায় না ন্যায় বিচার
সবলের করে জয় জয় কার
এখন পরিবর্তন সকলের কাম্য
সেটা মঙ্গল ও কল্যাণের হোক।


আমাদের সভ্যতা হোক প্রণয়ের,
আমাদের সভ্যতা হোক মহানের
সভ্যতা হোক প্রীতি মানবতার
সভ্যতা হোক ভাতৃত্বের ও বন্ধনের


নতুন প্রাণে নতুন গানে সর্বদা
সর্ব জনে করি সভ্যতার জয় গান
নব রূপে সভ্যতাকে সমগ্র বিশ্ব
মাঝে করি আজ সকলে আহ বান।