সুখের অন্বেষণে
জামাল উদ্দিন জীবন


আলোর অস্তিত্বে হবে নতুন সূর্য উদয়
অমানিশা অন্ধকারের ভয় দেখিয়ে কি?
আমার পথ চলা কি রুদ্ধ করা যায়?
জ্বলে পুড়ে ব্যথা সয়ে কান্নার নির্বাসন।


অনুভূতির মৃত্যু ঘটিয়ে শোকে বিহ্বল নই
আশা হত হয়ে নিরাশার বুকে বাঁধিনি বসতি
হৃদয় মন দুটোই আছে হয়েছে ক্ষত তাকে কি?
আঁখি জল রক্ত বর্ণ ধারণ করেছে সকলে দেখে ।


আমার নয়ন জোড়ায় অবলোকন কভু হয় না
জম রাজের মুখে অট্র হাসি দেখে বসে ভাবছো
ভয়ে সংকোচে কুঁচকে জড় সড় হয়ে বসে আছি
মিথ্যে মোহ জাল ছিন্ন করে মুক্ত বন্ধন আবদ্ধ নই।


বিষাক্ত শাহাদাতের পেয়ালা পান করেই যুদ্ধে নেমেছি
আমরণ চলবে যুদ্ধ যাত্রা মাথায় বেঁধেছি সাদা কাফন
এখন ভালোবাসার আলিঙ্গন দিয়ে বাহুডোরে জড়াতে  
এসো না দেরি করে ফেলেছো তোমার পথ চলা ভুল হবে।


অগ্নির ফুলকি কণার মত  আকাশ হতে বর্জ্য  হয়ে ঝরবো
গাজী হয়েই ধরায় জন্মেছি শুধু পরাজয় দেখার রয়েছে বাকি
জানি ফিরবে আবার চেনা মানুষটির কাছে সুখের অন্বেষণে
ব্রত একটাই কাঁচ ভেবে হীরা ফেলে কি সুখের নীড় গড়া যায়।
রচনা কাল : ১৮।০৫।২০২১  বিকাল ৩ ঘটিকা ৫০ মিনিট।