সুখের স্বর্গ
জামাল উদ্দিন জীবন


তুমি আমার ভালোবাসার মুক্ত আকাশ
মনে বিচরণ হৃদয়ের স্পন্দন প্রতিধ্বনি
অনুভূতির পরশ মর্মে মর্মে অনুভূত হও
ভালোবেসে আমার মাঝে সুখ খুঁজে নাও।


ভালোবাসা হলো অস্তিত্বে আমার ছোঁয়া
তুমি ছাড়া অসম্পূর্ণ দুর্ভেদ্য সমীকরণ
ধরায় নিঃশ্বাসে তুমি বিশ্বাসের প্রতিচ্ছবি
শয়নে স্বপনে তোমাকে কেন শুধু ভাবি?


সাথী হাতে রেখে হাত তেপান্তরে হারাই
ভুবন মাঝে আপন আর কেউ নাই
ভালোবেসে তোমাকে যুগ যুগ পাশে চাই
বেঁচে থাকার প্রেরণা সুখের জল ছবি।


তোমার মাঝে আমার হারিয়ে যাওয়া
মধু পূর্ণিমার মহেন্দ্র ক্ষণে পলে পলে
বাহু ডুরে প্রেমের বন্ধনে বাঁধা দুজনে
স্বপ্নের দেশে পাড়ি সুখের স্বর্গ গড়ি।