জামাল উদ্দিন জীবন
তারে ধরতে গেলে দেয় না ধরা


তারে ধরতে গেলে দেয় না ধরা
থাকে অজানা কোন দূরের দেশে ।।
বেহাইয়া মনটা অবুঝ পরে আছে
আমার নয়ন অজানা দেখার আসে  ।।


আমি মনকে বুঝাই একাকী অবিরত
বুক ভাসে জলে অন্তরে হয়েছে ক্ষত ।।
অলিকের লিখন যায় নারে কভু খণ্ডন
আমার মানব জনম বৃথা শূন্য ত্রি ভুবন  ।।      


ধরায় পেয়ে অমূল্য ধন মানিক আর রতন
হেলা ফেলায় চলে গেলো রে করিনি যতন ।।
কবি জীবন বলে এই জনমে হবে কি দর্শন
তার চরণে সঁপিব অধমের জীবন আর যৌবন  ।।
রচনা কাল : ১৪/০২/২০২৪