তীব্র শীতে ০২
জামাল উদ্দিন জীবন


সুখ পাখিটি আমায় ফেলে মায়ের সাথে গেছে চলি
দুঃখটাকে ভুলার জন্য সুখের আশায় থাকি বারো মাস
দুঃ খরা দেয় যে উঁকি আপন কেহ নাই চেয়ে দেখি
সে মোর সাথে কথা কয় না এখন দুরে দুরে থাকে।


তোমরা তারে জি গাও সে আমার সাথে এমন করে ক্যান ?
আমার পানে চেয়ে দেখে না পাশ ফিরে ঘুমায় পর ভাবে
ভুলে থাকে বুক ফেটে কান্না আসে সইতে কইতে পারি না
সব ছেড়ে তোমাকে বিশ্বাস করে এসেছি তোমার তরে।


তার কি চমৎকার প্রতিদান দিলে হতবাক হয়ে ভাবছি !
এটাই পাওনা ছিল তার কাছে বলিতে কুণ্ঠিত আজ ভাষায়
ঝরে গেল মোর প্রাণ পাখিটি ঝরা পাতার মতো খুশি তো?
ভিন্ন দেশের অতিথি ভুল করে তুমি কেঁদো না দিবা রাতি।


তোমার কাছে কোন করনা দয়া ভিক্ষা চাইতে আসি নি
তোমাকে মুক্তি দিয়ে গেলাম আমার সকল বন্ধন হতে
তুমি সুখে থাক আমি আর আসব না ফিরে সুখের নীড়ে
জ্বালাতে দুঃখের আগুন সুখে থাকো নিয়ে সুখের ফাগুন।


এখন আলো ঘেরা জীবন অন্ধকারে ঢেকে গেছে সর্বত্র
ভুল ভালোবাসা তে হাসির বদলে কান্নার মাদল বাজে বুকে
তোমার তরে সারাটি জনম থাকব বলে আশা নিয়ে এসেছি
ধরণী হতে প্রস্থান শূন্য হাতে বিদায় বেলায় চিনে লাভ কি?