জন্মের প্রথম লগ্ন হতে জ্বলছি আমি
মা আমায় কাঁদালে এমনি করে তুমি
জন্মেই আমি এলামপথের ধারে করি বসবাস
কি আমার পরিচয়  কোথায় ঠিকানা?


পথ শিশু হয়ে বড় হই অবহেলায় পথে ঘাটে
কি অন্যায় কিসের ভুল ছিল জগতের মাঝে?
কি প্রয়োজন আমাকে আলো দেখাবার পৃথিবীর?
বাবার নাম কি সুধাও তখন আমি নিরুত্তর।


কেউ হাত বাড়িয়ে আদর করে কাছে নেয় না
আমার জন্মই কি মিছে জগৎ সংসারে বলো না
মা আমার মরছে কবে তখন আমি খুব ছোট
ভালো মন্দ আত্নীয় পরিজন চিনি না জানি না।


এবার অযত্নে অবহেলায় ধীরে ধীরে বড় হই
প্রয়োজন হয় গাড়ির গ্লাস মিছিলে বোমা মারা
নেতাদের হুকুম শোনার ধ্বংস যজ্ঞ চালাবার
ভাগ করোনা এখান ওখানে গিয়ে কিছুটা খাবার।