তোমারী স্বর্ণ লতা ০১
জামাল উদ্দিন জীবন


আমি কে তোমার তুমি কি তা জান?
আমায় বুঝি আগের মত মনে পড়ে না?
এখন আর আমায় নিয়ে ভাবো না তুমি
কতোটা পাগল ছিলে আমার জন্য আমিই জানি।
আজও দিন গুলোর কথা আমার মনে দোলা দেয়
পলে পলে ক্ষণে ক্ষণে কি যে হয় আমার জানি না?
তোমা হতে আজ বহু দুরে থাকি আমি কি কারণ
তোমায় নিয়েই ভাবনা আমার সর্বক্ষণে ধ্যানে জ্ঞানে।
আমার আঁখিতে রাখিয়া আঁখি তুমি স্বপ্ন দেখতে
আমি শুধু ভেবে ছিলাম সকল ছিল পাগলামি
দুটি হাতে হাত রেখে বিশাল জগৎ চলতে চাইতে
আমি ভাবতাম মনে মনে কি আজব কথা বলতে।
অন্তর থেকে বহু-বহু দূরে হৃদয়টা কেঁদে মরে
আশাতে বুক বেঁধে থাকি কভু আলো ফুটে যদি
দেখি আঁধারের যবনিকা'য় হারিয়ে গেছে সবি
অন্তর আত্মা পুড়ে হয়ে গেছে ছাই শান্তি নাই।