তোমারী স্বর্ণ লতা ০২
জামাল উদ্দিন জীবন


আঁখি জ্বলে মোর বক্ষ ভাসাই দেখে না কেউ
আমর সর্বাঙ্গে বহিতেছে ব্যথার ধারার ঢেউ
কার পরাণে রাখিয়া পরাণ শুনাও তুমি প্রেমের গান
তোমার কথা ভেবে ভেবে আজও নিশি ভোর হয়।


বুকের কষ্ট মনের ব্যথা একাই বয়ে বেড়াই
স্বর্ণ লতা আমি তোমার স্বর্ণ লতাগো
আমার বুকে আজ না পাওয়ার কেমন ব্যথা
জোনাকি আর চাঁদ দিয়ে যায় আলো।


কারে এখন ভালোবাসো,জানার অধিকার নেই
তুমি বদলে গেছ অনেক টাই আগের মত নেই
তোমাকে হারিয়ে জীবনের সব কূলে হয়েছে ক্ষত
উদাস দুপুর গোধুলী সন্ধ্যা বেলায় বসে থাকতে
আসবো পাশে বসে বলবো দুজনার অব্যক্ত কথা।


তুমি পূর্ণিমার চাঁদ তারার মেলাতে স্বপ্ন বুনে ছিলে  
আমি সব পেয়েছি তবে মনে সুখ নেই এক বিন্দু
তুমি তুমিই ছিলে আমার জীবনে সেরা দামি ফুল
যাকে চিনতে মনের দামে কিনতে হয়েছ বড় ভুল।


হারিয়ে তোমায় হিয়ার মাঝে সর্বদা ব্যথার ঝড় বয়
নির্মম বেদনা যন্ত্রণা আঁখি জল হয়ে বয়ে বেড়ায়
জানতেও পারলে না কেমন করে শুকিয়ে গেলে
সেদিনের উচ্ছল উচ্ছ্বসিত যৌবনে পতিত স্বর্ণ লতা।