তুমি আসবে বলে ০১
জামাল উদ্দিন জীবন


তুমি আসবে বলে আমি  আজো বেঁচে আছি
তুমি আসবে বলে আঁখিতে সুখের স্বপ্ন দেখি
তুমি আসবে বলে নতুন করে বাসর সাজাই
তুমি আসবে বলে মৃত্যু কে বিদায় জানিয়েছি।


তুমি আসবে বলে দুঃখ কষ্ট ব্যথা বেদনা
শূন্যতা ব্যর্থতা গ্লানি আর হতাশা ভুলে গেছি
তুমি আসবে বলে তোমার প্রিয় কৃষ্ণচূড়ার বন
আমি সাজিয়েছি সব রং দিয়ে তোমার জন্য।


তুমি আসবে বলে আজ বসন্ত লেগেছে মনে
হৃদয়ের প্রতিটি দার খোলা আছে তোমারই
অপেক্ষায়  সাজিয়েছি মোদের স্বপ্ন বাসর ভুবনে
তুমি আসবে বলে বেঁচে থাকার প্রত্যাশা বেড়ে গেছে দ্বিগুণ।


তুমি আসবে বলে জীবনে আবার নতুন গতি সঞ্চার করি
তুমি আসবে বলে আশাহত মন আবার আশা জাগায়
তুমি আসবে বলে আঁখি যুগল পথ পানে চেয়ে আছে
তোমার অপেক্ষায় নতুন করে এবার দেখবে বলে ।


তোমার জন্য নতুন ভাবে আবার পথ চলা করতে হলো শুরু
তুমি আসবে বলে হৃদয়ের গীটারে নতুন করে তাঁর বেধেছি
মনে প্রাণে হারানো সুর ফিরে পাবার আকুল চেষ্টা করছি
তোমাকে শোনাবো নব চেতনার নতুন সুরের বাঁধা গান।