তুমি আসবে বলে ০২
জামাল উদ্দিন জীবন


তোমার আমার পরিচয় সূত্রপাত সুরের বিতান মিলন ক্ষণে
তুমি আসবে বলে জীবনের আকাশে শত রঙের মেলা বসেছে
তুমি আসবে বলে মেঘলা আকাশে ঝলমলে পূর্ণিমা চাঁদ উঠেছে
তুমি আসবে বলে অন্ধকার ঘরে আলোর বন্যা বইছে ক্ষণে ক্ষণে।


তুমি আসবে বলে সেজেছে  হৃদয়ের ফুল বাগান নানা বর্ণের ফুলে
তুমি আসবে বলে নতুন সুরে পাখিরা গান ধরেছে কুহু কুহু তানে
তুমি আসবে বলে আম্র কানন বাগান মৌ মৌ গন্ধে ভরে গেছে
তুমি আসবে বলে নতুন সাজে সাজাতে হলে নিজেকে তোমার জন্য।


তুমি আসবে বলে মনের আকাশে জমানো ব্যথা গুলো মেঘ হয়ে
অবিরাম ধারায় ঝড়ে পড়ছে সবুজ ধরণির বুকে আনন্দে ভরা বৃত্তে
তুমি আসবে বলে হাজারো বছর বেঁচে থাকতে সাধ জেগেছে মনে
তোমায় নিয়ে লিখেছি গান, কবিতা, ছড়া, শিরোনাম আরো কত কি।


কতো শত নামে তোমাকে করেছি উপস্থাপন আমি বলিতে কুণ্ঠিত
তোমার প্রতীক্ষায় থেকে কতো নিশি মোর হয়েছে ভোর অজানা
ব্যথা বুকে নিয়ে  জ্বালা যন্ত্রনা কখনও বুঝবে না কাছে না পেলে  
এতো আয়োজন অপেক্ষা মনের প্রত্যাশা কিছু‌ই করলে না পূরণ।