ভুল করে চাই
জামাল উদ্দিন জীবন


ভুল করে কি মনে পরে যায়
দেখবে আমি সন্ধ্যা তারায়
গগন মাঝে লুকিয়ে আছি
ডাকলেও তুমি পাবেনা সাড়া।


দূর তেপান্তরে হারাই একাকী
পথের দীশা হারাই বহুরূপী
অমাবস্যার ঘন আধারে চন্দ্রিমা
ঢেকেছে মুখ খানি আলো নেই।


কূল হারা নীড় অতিথি পাখির
ন্যায় বিচরণ তোমার হিয়ার মাঝে
বড় সাধ জাগে ঠাই পাব কি অন্তরে?
মনের মনি কোঠায় এই বাসনা সর্বদা।


জানি অনলে পুড়ে পুড়ে সোনা খাটি হয়
আমাকে তুমিও যত্নে পোড়ালে জগতে
তুমি গীত আমি সুর বাজে কত না সুমধুর
তুমি চন্দ্র আমি তারা হবো দুজন দিশে হারা।


তুমি নদী আমি পার হবো এবার দেশান্তর
তুমি ফুল আমি ভোমর গুঞ্জনে মাতোয়ারা
বুঝ না তোমার জন্য হয়ে আছি পাগল পারা
আমার অপ্রকাশ্য ভালোবাসার কথা বললাম।


তোমার মাঝে অস্তিত্ব সেটা অতীত দিনের কথা
আনমনে আমাকে শুধায় কি উত্তর দিব ভাবছি?
অথই সাগরে হাবু ডুব খাই মৃত্যু অবধারিত জেনে
সকল জানি ভালোবেসে তোমাকেই পাশে চাই।