মায়ের তরে জীবন আমার করতে চাই উৎসর্গ,  
মা যে আমার সুখের স্হান,মা-ই আমার স্বর্গ।
ওই মুখ খানায় যে,কত মায়া জড়ানো,
কত হাসি কত সুখে তার মুখ ভরানো ।
দশ মাস দশদিন মা ধরেছেন মোরে গর্ভে,
মায়ের ছোঁয়ায় খুজে পাই ভালোবাসার মর্ম ।
মায়ের পাঁয়ের নিচে আছে জান্নাত আমার,
সেবা করে কিনে নেব,সে জান্নাতের নাহার ।
হে দয়াময় তাওফিক দাও,খেদমত করতে তার,
সারা জীবন নিতে পারি যেন,তার দায়িত্বের ভার।
মায়ের মনে কষ্ট দিলে,আল্লার আরশ কাঁপে,
তার প্রতি যেন কভূ না যাই আমি ক্ষেপে ।
মাগো তোমায় বলি আমি, দোয়া কর মোরে,
আঁচল দিয়ে আগলে রাখ সারাটি জীবন ধরে ।