উড়ে উড়ে যায় নীল বেদনা
ছুঁয়ে ছুঁয়ে মনের পাখনা
কি করে থামানো যায় যাতনা
উদাসী মন সমাধান জানে না।


হাওয়ায় হাওয়ায় ভেসে ভেসে
জড়িয়ে ধরে খুব কাছে এসে
নীল বেদনা ডাকে বিরহী দেশে
করে ছলনা এসে বন্ধুর বেশে।


থেকে থেকে সারাক্ষণ খুঁজে ফেরে
হাসি মুখে ইশারায় ভুলায় মোরে
ডুবে যাই তার নীল মায়াবী সুরে
গ্রাস করে সে চুপিসারে আমারে।


রোজ রোজ ভুলে ভুলে হায়
নীল বেদনা নীরবে আমারে কাঁদায়
কিরুপে থামবে যাতনা কি হবে উপায়
ভুল করে বারবার অবুঝ হৃদয়।
২২.০৬.২০১৩