ঘুড়ি তুমি উড়ে বেড়াও ইচ্ছেমতো
খোলা আসমান সবটুকু তোমার
যেদিকে চাও যেভাবেই চাও উড়ে বেড়াও
মনের খুশিতে যেমন তেমন ঘুরে বেড়াও
মিটিয়ে নাও মনের আশ যতটুকু পারো।


ঘুড়ি তোমার বাঁধা হবেনা কেউ
যতদূরে পারো আসমানের সীমানায়
সীমাহীন উড়ে বেড়াও ঘুরে বেড়াও
যা খুশি তার সবটুকুই করে নাও
যতটুকু শক্তি আছে প্রয়োগ করে যাও
সময় থাকতে সবটুকুই চেটে পুটে খাও।


এবার সন্ধ্যে হয়ে গেছে চারিদিক আঁধার
সীমাহীন নিকষ কালো ঘুটঘুটে অন্ধকার
ঘুড়ি শেষ হয়ে গেছে সম‌য়টুকু তোমার
উড়ে বেড়ানোর ঘুরে বেড়ানোর সম‌য়
তোমার তরে আর তো নেই শেষ হলো
ঘুড়ি তুমি ভুলেই গিয়েছিলে সবকিছু
তোমার নাটাই তো ছিলো মহাজনের হাতে।
৩১|০৮|২০২২