মন বধুয়ার ম‌নের জ্বালা
             ‌বোঝা বড় দায়
     এই  হা‌সি এই  কান্না
অ‌বিরত আমা‌কে ভাবায়।


‌কোথায় কিভা‌বে গড়‌মিল
                 সময় অসময়
        বু‌ঝে উঠ‌তে পা‌রিনা
তার মন বোঝা বড় দায়।


মন বধুয়ার মু‌খের হা‌সি
ম‌লিন হ‌লে আ‌মি ফা‌সি
তার হা‌সি‌তে চা‌দের আ‌লো
     কত যে ভা‌লোবা‌সি।


মন বধুয়ার নিরব কান্না
আমার সারা‌বেলা ভাবনা
এই রোদ এই  বৃ‌ষ্টি কেন
‌কিছু‌তেই  ‌বোঝা যায় না।


মন বধুয়া বা‌রেবা‌রে
‌কেন যে হয় অ‌চেনা রে
তাল কে‌টে যায় মোর
বধুয়ারে আ‌জো খু‌জি ‌রে।