দিন হলোতো কর্মের জন্য
জীবিকা আমি খুঁজি
দিন শেষেতো ক্লান্তি আসলো
ঘুমাই পড়বো বুঝি।

রাত হলোতো আবরণ ন্যায়
শান্তির বাহন খুঁজি
মিটি মিটি মুগ্ধ আলো
বেশ ঘুমাবো বুঝি।

ঘুমের আগে বিছানাটা
পরিষ্কার করবো
অজু করে ডান কাত হয়ে
বিছানাতে শুইবো।

আল্লাহুমা বিসমিকা আমুতু
ওয়া আহইয়া পড়বো
ভোরের পাখি ডাকার আগে
ঘুমটা আমি ভাঙবো।

দোয়া আমি পড়বো তবে
অজু করে নিবো
ফজর সালাহ আদায় করে
কুরআন পাঠ করবো।