ভেবে উদ্ধার করতে চেষ্টা করে চলি
কখন কবে কোথায় হয়েছিল
তোমার সাথে দেখা, কথা, পরিচয়
মনের দিনলিপিতে সেইদিনের কথা পারিনা দেখতে  আর।


ভাবি সকাল দুপুর সন্ধাবেলা
আকাশ পাখি ফুল লতা পাতা
মেঘ বৃষ্টি বন্যা শীত গ্রীম্ম -কত কিছুই ভাবি
কিন্তু ভাবনাতে আসে না শুধু সেই দিনের ক্ষণ ।


কখনো হাসি কখনো বেদনায় নীল হই
কখনো আনমনে তোমার হাসির ফবি আঁকি
কখনো তোমার হাতের পরশ
অনুভবে পুলকিত শিহরিত হই ।


ভাবতে ভাবতেই সেকেন্ড, মিনিট, ঘন্টা
চলে যাচ্ছে দিন রাত সপ্তাহ
মাসের পা মাস অতপর বছর
তবুও মিললোনা আজো তোমার আমার সেই প্রথম দিনের ক্ষণ ।


তারপর কিছুই আর আসেনা যখন ভাবনাতে
মঙ্গল যাচনা করি শুধু
ভাল থেকো প্রিয়, সুখে থেকো প্রিয়, শান্তিতে থেকো প্রিয়
তোমার ভূবনে তোমার মত করে,
আমাকে খোঁজে পেওনাকো কোন কষ্ট ।