চেতনা, তুমি বড় অভিমানী কেন?
প্রতিটি মানুষের অন্তরেই থাকার কথা তোমার
অথচ, তুমি রাগ করে লুকিয়ে থাকো
কেউ তোমাকে পায়, অনেকেই পায়না।।


চেতনা, তুমি জানো, একটু ভেবে দেখোতো
তুমি নেই
তাই, হিংসা ঘৃণা লোভ লালসা স্বার্থপরতা
তোমার স্থান দখল করে হাসে অট্ট হাসি।।


দুঃখ দুর্দশা, হানাহানি, অসাম্যতা বিভেদ
সবই তোমার অভিমানের জন্য
লুকিয়ে থাকার জন্য, দূরে থাকার জন্য
চেতনা, তোমার কি বিশ্বাস হয়?


চেতনার সমাধি যেখানে, কবর রচিত
সুখ শান্তি আনন্দ হাসি মুগ্ধতা একতা
সবই তুমি আলিঙ্গন করে থাকো, সমাধিতে
তুমি এসো, ফিরে এসো, মানব মনে চলে এসো।।


বানভাসি মানুষের কষ্ট লাঘব
কেবল তোমারি দ্বারা সম্ভব, উচ্ছ্বাস প্রেম অনুভূতি
কেবল তোমারই হাতে, আর অভিমানি হয়োনা
স্বাগত তোমাকে নতুন জীবন ও প্রেরণা নিতে।