তুমি আমায় ভালবাস কিনা
তা আমার আর জিজ্ঞাস্য নয়।
আবশ্যিকতা ফুরিয়েছে তার
আমরা দুজনে,
নিজ নিজ পথে চলেছি যে যার।
শুধু কিছু হিসেব নিকেশ বাকি।
দেনাগুলো মিটিয়ে দিব এস
পাওনাগুলো দিলেও আমায় ফাঁকি।


তোমার কথায় আমার কবিতাগুলো
তোমার চিঠির উপর পরা ধুলো।
কবিতাগুলো ফিরিয়ে নিলাম আমি
চিঠিগুলো
ফিরিয়ে নিও তুমি
ধুলো নাহয় ঝাড়বো আমিই।
দোষ কি তাতে?


তোমায় দেখে হারিয়ে যাওয়া হৃদকম্পনগুলো
খাতার ভাঁজে তোমার দেয়া গোলাপ কুঁড়িগুলো ।
কুঁড়িগুলো ফিরিয়ে দিলাম আমি
গন্ধটুকু আমার কাছেই থাক
নাইবা পেলাম বুকের ধুকপুকানি।


তোমার সাথে আমার ফাগুনগুলো
আগুনভরা তপ্ত দুপুরগুলো।
ফাগুন আমি তোমায় দিলাম
নিও।
আগুনটুকু আমায় দিয়ে দিও।


চোখের আলোয় আমার ভালবাসা
তোমার চোখের কাজল জলে ভাসা।
চোখের কাজল ফিরিয়ে দিলাম আমি,
ভালবাসা ফিরিয়ে দিও তুমি।


সত্যি
বরও হিসেব নিকেশ বাকি
দেনাগুলো মিটিয়ে দিব এস
পাওনাগুলো দিলেও আমায় ফাঁকি ।


-দেনা পাওনা
-লুৎফুল হক