অপেক্ষা করেছি আমি,
দুর্বোধ্য অতীত পানে চেয়ে দুর্গম ভবিষ্যতের দিকে।
অহংকারী প্রেমিকার তীক্ষ্ণ চাহনি  
কেড়ে নিয়েছে ভিতরের সবটুকু সাহস ।
বলবার মতো অবশিষ্ট নেই এতটুকু ,
তবু আশায় বুক বেঁধে
দাঁড়িয়েছি বার বার ।
ফিসফিসে স্বরে নিবেদিত প্রেম
আছড়ে পড়েছে হৃদয় দুয়ারে ।


অপেক্ষা করেছি আমি ,
ভগ্নপ্রায় হৃদয় নিয়ে ,
বিনিদ্র রজনী কেটেছে মৃতপ্রায় হয়ে ।
ভোরের প্রথম আলো
জাগিয়ে দিয়েছে অবশিষ্ট আমাকে ,
আশা বোনা  এক কারিগর হয়ে
অপেক্ষা করেছি বার বার ।


অপেক্ষা করেছি আমি ,
আমার মনের সবটুকু দিয়ে
একাগ্রচিত্তে ।
সাগর কিনারে নিসঙ্গ চাতক হয়ে,
প্রেমসিক্ত বর্ষণের অপেক্ষায়
অসীম  শূন্যতার  দিকে চেয়ে।


অপেক্ষা করেছি আমি,
ভবিষ্যৎ কে ভবিতব্যের হাতে ছেড়ে ,
প্রাণহীন  সম্পর্কের
নিস্ফল আত্মসমর্পণে
যেটুকু বাড়তি রক্ত সঞ্চালিত হয় হৃৎপিণ্ডে
সেটুকু  নিয়ে ই অপেক্ষায় আমি ।


অপেক্ষা চিরদিনের ।