পুঁজিবাদী আমি এক
পুঁজিবাদী কবি ।
তোমায় পুঁজি করে অনেক লিখেছি কবিতা।
ভালবাসা হয়েছে পণ্য ।
খোলাবাজারে বিকিয়েছে চড়া দামে ।
ক্রেতার অভাব ছিল না কখনও ।
উপচে পরা ভিড় সামলাতে হয়েছি বেসামাল
সবাই যে ভাগ চায়,
যদিও কিছু সমাজবাদী তখনও
"বারোয়ারী হবে ভালবাসা" বলে স্লোগান দেয়।
তাদের চিৎকারে প্রকম্পিত হয় হৃদয়।
ভয় পাই না ।
কি আর ক্ষতি ?
পরিনতি চিন্তায় আমি চিন্তিত নই।
জানি
হৃদয়ে যুদ্ধ লাগলেই তবে
অস্ত্রের খোঁজ হবে ।
হৃদয় যুদ্ধে
কবিতার চেয়ে ভাল অস্ত্র আর কি ?
ততক্ষন যোগান দিব
যতক্ষন না ভাগাড় হচ্ছে হৃদয়।
ছন্দের কম্পনে, পংতির শিকল বিক্রিয়ায়
ছোট্ট বালকের মতো আঘাত হানবে ।
হিরোশিমা হবে হৃদয়
মুহূর্তেই।
পুজিবাদ হবে জয়ী
ভালবাসা হবে না বারোয়ারী।
যতক্ষন আছ তুমি
ততক্ষন আছি
পুঁজিবাদী আমি এক
পুঁজিবাদী কবি।