ভালোবাসায় জ্ঞান-গরিমায় পূর্ণ ওহে মানব-
মাঝে মাঝে তুমি কেনো হয়ে ওঠো দানব?
তোমারতো আছে চিন্তাশক্তি ধৈর্য্য অতল
তবুও কেনো তুমি হয়ে উঠো এমোন পাগল!


আবেগে বিবেগে পরিপূর্ণ ওহে মানব-
মাঝে মাঝে তুমি কেনো হয়ে ওঠো এমোন দানব?
তোমারতো আছে বাহুতে বল জ্ঞানের কল
তবুও তুমি কেনো এমোন পাগল?  


আদর স্নেহে অফুরান ওহে মানব-
কেমোনে কোন পাপীষ্টে গড়েছে তোমায় এমোন দানব?
মহানের সৃজনের মহান তুমি
ধ্যান করো, তোমাতে কি শোভাপায় এমোন পাগলামী?

সুখ দুঃখের তরীতে ভাসমান ওহে মানব-
দুঃখের যাঁতাকল পিষ্টে করেছেকি তোমায় দানব?
আঁধারের পর আঁধার পেড়িয়ে কেটে যায় যে জীবন
ওহে-, কে তুমি করছো আঁধারেরই বীজ বপন?


মায়া মমতায় মানবতার চিরসাক্ষী ওহে মানব-
তোমার অগ্নিচক্ষু বলেদেয়, জাতিভেদে তুমি আস্ত দানব।
একই রক্ত-মাংসের প্রাণী একই যে জীবন
রক্ত পিপাসায় মগ্ন এটা কেমোন কথন?


চিরদীপ্ত চিরমহিমায় মহান ওহে মানব-
কোন মোহে ঠাই নিয়েছে তোমাতে ঐ নোংড়া দানব?
কামরিপু উৎপেতে আছে তোমাতে এখোন যখন তখন,
ভেবে দেখোতো মানবের বীজ কি বপিত হয়েছিলো এমোন?


আজ তুমি তোমার জীবনে সদা ব্যস্ত ওহে মানব-
তোমারই ভেতর ঘাপ্টিমেরে বসে আছে একটি দানব।
এধার ওধার চারিধার তোমার ব্যস্ততার-
সময় কি হবে ওহে, দ্যাখ আজ বিপন্ন মানবতার!