আমি জানি তোমার গর্বের কথা,
পৃথিবীর সমস্ত কাকপক্ষী সব্বাই জানে।
তুমি তোমার কলেবরের ভাঁজ দ্যাখো দর্পণে
কর্ণে শুন নিক্কন ষোড়শ বসন্তেরও আগের!
তুমি ভাবো--,
ভাবো তুমি আকাশ বাতাস সব তোমার!



আজ তোমার কুড়ি বছর --,
যৌবনের ভ্যাপসা গন্ধ তোমাকে পাগল করে তুলেছে,
অহরহ হত্যা করছো পিপাসাকে!
খ্যাপা বাঘিনীর মতো ঘায়েল করছো-
       কোন লোমশ বুকের আত্নাকে--!


আর মাত্র কুড়ি বছর--
দ্যাখো, ক্লান্তি তোমাকে স্পর্শ করবে নীরবে,
এরপর দ্যাখো, আরো কুড়ি বছর
কে ঝড় তুলে যায় কেমোন করে?