সময়ের ব্যবধানে  গোঁফ দাড়ি
মাথার চুল সবকিছুর রঙ পাল্টে যায়,
পাল্টে যায় দেহের গড়ন, চেহেরার লাবণ্য,
বিকৃত শুনা যায় হাসির শব্দ।
সমস্ত কিছু পাল্টে যায়, সমস্ত কিছু...।
পাল্টায়না শুধু হৃদয়ের মানচিত্রে
আঁকা ব্যথার ক্ষত চিহ্ন।
শুকায়না বুকের পাঁজরে জমা স্মৃতির লেক।
আমিও পাল্টে গেছি অনেকটা
পাল্টে গেছে দাড়ি গোঁফ,
পাল্টে গেছে মাথার চুল, দেহের গড়ন।
কিন্তু, বুকের গহীনে শুঁয়োপোকাটা দিনমান
কিট্ কিট্ কেটে যাচ্ছে তার কাটা,
সে কোন দিনও পাল্টালো না!