লেখক যাহা গাঁথে আজ কলম ঠুকে ঠুকে
সফেদ কাগজের নির্জীব বুকে
তুমি তাহা নাইবা ধরো উপর থেকে
কাঁদবেনা জেনো সে সেই শোকে।


কোনদিন যদি কানোনে কুসুম কলি
নাইবা ফুটে এ ধরায় তবে
আজকের অবনি মরুভূমি হবে
হায়!প্রাণী কুলের কি হবে?


আলো ধরে যে শক্তি তৈরী করে
সে যায় আলোতে জ্বলে পুড়ে
লেখক যাহা গেঁথে যায় ধ্যান করে করে
সঙ্গাহীনে আলো ছড়ায় তাহা ভূধর পরে।


দোহাই তোমাদের স্মরণে রেখো তাদের
যার ছন্দে তুমি মানুষ আজকের
দোহাই তোমাদের আবাস গরো মঙ্গোল দিনের
রেখে যেও কিছু খোঁড়াক ভবিষ্যতের।