ড্রেন,ফুটপাত করে লুটপাট প্লাস্টিক সন্ত্রাসী ঐ,
যত্র তত্র পড়ে থাকে এরা, বিষাক্ত, অগ্রাসী ঐ,
খাল বিল নালা, দিয়ে দেয় তালা, জলরাশি হলো বাসি ঐ,
সেটা দেখে তারা অপচন দেহে দেয় বুঝি সাদা হাসি ঐ।


ব্রেন, ডিএন এ তে, ব্লাড, কিডনিতে সেখানেও নাকি আছে ঐ,
থুথব্রাশ থেকে পরমানু হয়ে ঢুকে দেহে তারা নাচে ঐ,
ডাক্তার বলে, মাইক্রো প্লাস্টিক মানব শরীরে হাসে ঐ।
তাই বেড়ে গিয়ে রোগ-ব্যাধি এতো মেসিডিন বারেমাসে ঐ।


একদল সাদা জাপানিজ জ্ঞানী করে গবেষণা মেঘে ঐ,
মাইক্রো আকারে প্লাস্টিক তাতে আছে নাকি তারা জেগে ঐ,
মিলি সেকেন্ডে ঐ সন্ত্রাসী পালে কারা বলি রেগে ঐ,
জালিয়ে দাও এই সন্ত্রাসী পলি, যেনো যায় তারা ভেগে ঐ।


খুঁজে কোনো এর বিকল্প কিছু, রুখো  এ সন্তাসবাদীকে,
ভারত-বাংলা করো গো মামলা বাঁচাও সাগর,নদীকে।
জলজ জীবের পরিবেশ টাকে আগামীতে করো সুন্দর,
প্লাস্টিক এই সন্ত্রাসী টাকে ঢুকায় হাজত-কন্দর।


লেখাঃ ৮ই নভেম্বর ২০২৩.