প্রতিটি মানুষ ভালোবাসার কাছে
নিমিষে দুর্বল হয়ে যায়
প্রতিটি মানুষ মানবতার কাছে
মানবিক হয়ে যায়।
বিত্ত-বৈভবের পূর্ণিমায়
অথবা নিরহ নিরন্নের অপরিপূর্ণতায়
সকল মানুষ এবং
সব হৃদয়ের ভালোলাগা অনুভূতি
এক আকাশের মতো নয়।


কেউ ভালোবেসে নির্লোভ নিবিড় মমতায়
গড়ে যায় সৌন্দর্যের ইমারত,
কেউ ভালোবাসি বলে লুটে নেয় অবৈধ সম্পদ-
যাদের বিলাসী ভাবনায় নষ্ট হওয়ার কষ্ট নেই
তাদের চতুর ভালোবাসায় পড়ে অবহেলায়
কেউ কেউ অনিচ্ছায় চলে যায়
চলে যেতে হয় হতাশার গারদ খানায়।


বুদ্ধিজীবিরাও ভালোবাসে-
ভালোবাসে শিল্পীরা শিল্পের নির্যাস
রাজনীতিবিদ ভালোবাসে জনতার
ভোটের আশ্বাস,উপহাস
বিজ্ঞানীরা ভালোবাসে গবেষনায় প্রলুব্ধ
আবিস্কারের উদ্ভাস এবং
সহজ ও সাধারনের ভালোবাসা
রোদ-বৃষ্টি-ঝড়েও স্রষ্টাতে বিশ্বাস।


প্রতিটি মানুষ ভালোবাসার কাছে
নিমিষে দুর্বল হয়ে যায়
প্রতিটি মানুষ মানবতার কাছে
মানবিক হয়ে যায়।


====কুয়েত==♣৩০-৩-২০১৭