গিয়েছিলাম স্বর্গে, সুখ নেই!
গিয়েছিলাম নরকে, দুঃখ নেই!
ফিরে এসে;
হেঁটেছিলাম এক জানা গ্রহতে,
এটা আছে ওটা নেই, চিন্তা মাথাতে।
তারপরে নেমে আসি মর্ত্যে,
টোকা দেই বাংলার দরজায়,
টোকা দেই বাংলার দরজায়,
টোকা দেই বাংলার দরজায়,
যোগমায়া খুলে দেয় দরজা!!!


এখানে স্বর্গ নেই, সুখ আছে!
এখানে নরক নেই, দুঃখ আছে!
তবে এই রাজ্যই, খুঁজেছিলাম পূর্বে...
আমি দেখি, আর দেখে যাই রূপ যার,
শেষ নেই শেষ নেই; লক্ষীর ঘট যেথা রেখেছে করে উজাড়!
আমি দেখে যাই দেখে যাই,
আমি দেখে যাই দেখে যাই,
আমি দেখে যাই দেখে যাই,
আমি ভেবে যাই ভেবে যাই;
এখানেই স্বর্গ নেই, সুখ আছে!
এখানেই নরক নেই, দুঃখ আছে!