চৈত্রের দাবদাহে থমকে পথিক ও
-পথিকের পা
কাঠ ফাটারোদ, ঘাম ঝরে যায়
-মাথাতে ছাতা।
মরা নদীতে নব যৌবন, স্নান করে
-মায়াবিনী
ক্ষাণিক পরে গর্জে ওঠে দূরের
-আসমানি।
কালো রঙের মেঘের বলয় রাঙালো
-আকাশ
পাখিরা ডানা ঝাপটায় হচ্ছে
-প্রবাস।
ঝড় নেমেছে ইচ্ছে মত নাম
-কালবৈশাখী
এমন দিনে, ক্ষণেক্ষণে মন পেতে চায়
-নবসখী!!!