আকাশ তখনও নীল
----
কলমে:- রমেন মজুমদার,
03/01/2024
---
আকাশ তখনও ছিল নীল,
উড়ন্ত হওয়ায় পেলবিত হলো
পাহাড়ের পাদদেশে যত বৃক্ষরাজি,
ওরা কথা বলে নিজেদের মত করেই।


কোথাও বিহঙ্গের ঝাপটায় ক্ষুধার্তদের অর্তি!
ওরা দুচোখ ভরে দেখে,
আকাশের নীল রঙের ছায়ামূর্তি ঝরেযাওয়া অথৈ সাগরের জলরাশি;
সোনালী কেশদাম,কোনো নাবিকের সুদূর
উড়ন্ত চুলের গন্ধ।


প্রকৃতির খেলাঘরে কত মোহনীয় রূপ!
অনুভূতিতে প্রেম আসে ক্ষণেক্ষণে,
মায়ামোহিত স্বপ্নের এই দুনিয়ায়
তোমাকে দেখি,শুধু দেখি;তোমাকেই...
ঈশ্বর প্রাপ্ত এই পোড়াচোখে।


নীল জলের ঢেউয়ে প্রেম আসে,প্রেম যায়।
প্রেমের ঊর্ধ্বে ওঠে অলকদামে ঘেরা সেই
মসৃণমুখ;
ললাট ঘিরে উড়ে যায় চুল,
নিপুণ ভ্রূরেখায় পেলবিত হয় নীলাভ অবয়ব।


ঐতিহ্যবাহী দিগন্তজোড়া দুটি চূড়া,
দুধে-আলতায় মিশানো শ্রী'র কোমল
নভতারকায় মিশে আছে জ্যোতি;
শ্বেতপাহাড়, শীতল সমৃদ্ধি মৃয়মান উষ্ণতায়
হারমানে তোমার বক্ষপ্রদেশ।


যতদেখি ততই সমৃদ্ধ হয় চোখ!
সমৃদ্ধি পায় নেশা,
নেশা থেকেই জেগে ওঠে উন্মত্ত্ব প্রেম!
মৃদুলা ওষ্ঠে ঝরে স্বত্বসংরক্ষিত আবেশ;
পৌরুষ উষ্ণতায় মিশে যায়
একগ্লাস মদের পরিপাটি জলধারায়।


সৌষ্ঠভ মূর্তিতে উপহার দাও তোমার বুক,
সুগোল চূড়ায় উঠে রঙ দেখি নীলাভের যন্ত্রণা কতদূর যায়!
কী দুর্লভ চুম্বক!
কী মোহনীয় মায়ার খেলায় মেতে ওঠে
আকাশের নীল রঙ।


উজাড় করা মৌনতা নিয়ে পৃথিবী
বিগরিত হয়,
ছায়ারা ছাপ রাখে পাহাড়ের বনরাজিতে,
পরশের চুম্বক,
ভেসে বেড়ায় মন থেকে মনে;
পাখিদের ডানায় মিলে থাকে নব বিকশিত রূপ।
ভাসমান সুখের নিত্ত্বিমাপা ঢেউয়ের জলে
ছায়া পড়ে নীল রঙ।
রাত কেটে যায় শুধু না পাওয়ার যন্ত্রণায়!
ভোরের আলোকিত দ্বীপে তখনও ছড়ায়
একফালি আকাশের নীলরঙ।
--সমাপ্ত।।